Technology, Update News, Blogging, Videos, Pictures, Music, Information.

About Me

Wednesday, June 6, 2018

(২) ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং কনফিগার (Wordpress Install & Configure Tutorial in Bengali)

ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেই একটা ব্লগ তৈরী হয়ে গেল। আর ইনস্টল দেয়াও খুব সহজ।
১. htdocs তথা আপনার সার্ভারে (লোকালহোস্ট/ডেভেলপমেন্ট সার্ভারে) "tutorial" নামে একটি ডিরেক্টরি/ফোল্ডার তৈরী করে সেখানে ডাউনলোডকৃত ওয়ার্ডপ্রেসের জিপটি (latest.zip) এক্সট্রাক্ট করুন। এতে "wordpress" নামের একটি এক্সট্রাক্টকৃত ফোল্ডার পাবেন। এই ফোল্ডারে ঢুকে সব cut করে "tutorial" এ paste করে দিন। ব্যাস আগে সব ছিল localhost/tutorial/wordpress এ আর এখন আসল localhost/tutorial এ, আর কিছুনা। "tutorial" ডিরেক্টরির ভিতরের জিনিসপত্র নিচের ছবির মত পাবেন (ছবিতে ক্লিক করে বড় করে দেখুন)
২. এবার একটি ডেটাবেস বানাতে হবে। ধরুন নাম দিলাম tut_db, কিভাবে ডেটাবেস বানাতে হয় না জানলে এই টিউটোরিয়ালটি দেখে আসুন।
 ৩. এবার "tutorial" ডিরেক্টরিতে গিয়ে wp-config-sample.php ফাইলটি wp-config.php এই নামে নামান্তর (rename) করুন। অথবা চাইলে রিনেম না করে wp-config.php নামে একটি ফাইল তৈরী করে সেখানে wp-config-sample.php এর সব কনটেন্ট পেস্ট করে দিলেও হবে। এই ফাইল খুলে "DB_NAME", "DB_USER" এবং "DB_PASSWORD" (১৯,২২,২৫ নম্বর লাইন) যথাক্রমে ডেটাবেসের নাম (tut_db), ডেটাবেসের ইউজার নাম (root) এবং ডেটাবেসের পাসওয়ার্ড (লোকালহোস্টে সব ডেটাবেসের পাসওয়ার্ড ফাকা থাকে অর্থ্যাৎ '' এভাবে দিলেই হবে) দিন।

৪. এখন ব্রাউজারে http://localhost/tutorial দিন ইনস্টল শুরু হয়ে যাবে। প্রথমেই কোন ভাষায় সাইটটি বানাবেন সেটার অপশন হিসেবে একটা লম্বা ভাষার তালিকা আসবে, এখানে "English" নির্বাচন করে "Next" বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে। ফর্মটি নিচের মত (নিজের ইচ্ছেমত তথ্যগুলি দিতে পারেন) পূরন করে "Install Wordpress" বাটনে ক্লিক করুন।
ব্যাস ইনস্টল শেষ এবার একাট সাকসেস দেখাবে এবং নিচের "Login" বাটন আসবে। Login এ ক্লিক করলে যে লগিন ফর্ম আসবে সেখানে উপরের ফর্ম পূরন করার সময় যে ইউজার নাম, পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগিন করলে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল চলে আসবে।
ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল
এটা হচ্ছে এডমিন প্যানেল, এটাই আপনার সাইটের ব্যাকইন্ড। এখান থেকে সাইটের ফ্রন্টইন্ড তথা সাইটটি দেখতে চাইলে বাদিকে উপরে home আইকনের উপরে মাউস নিলেই "Visite Site" লিংক আসবে, এখানে ক্লিক করুন তাহলে সাইটটি দেখাবে। এই এডমিন প্যানেল ব্যবহার করে কিভাবে সাইটে নতুন পোস্ট (আর্টিকেল) দেয়া যায়, নতুন পেজ বানানো যায় এসব আমরা দেখাব। এডমিন প্যানেল থেকে বহু কাজ করা যায়, প্রচুর টেকনিক আছে সব আলোচনা হবে।
এডমিন প্যানেলে দেখুন বাদিকে কত মেনু, এসব একটু ঘাটাঘাটি করুন তাহলে পরের টিউটোরিয়ালগুলি বুঝতে সুবিধা হবে।
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive

AMP Ads

Middle Ads

Ads

Definition List

The red square will move forward.

Try changing the speed property, and you will see the red square will move accordingly.

Unordered List

Support

Google Ad Pub

google_ad_client="pub-9967965756949016";